খোকসায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ ১০:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৭ বার।

কুষ্টিয়ার খোকসায় উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগরে শুক্রবার রাত থেকে শুরু হয়ে শনিবার দুপুর পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।  খবর দেশ রুপান্তর অনলাইন 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে ভর্তি আহত আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে সদর খান অনুগত আনিচ চেয়ারম্যানের লোকজন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল আখতারের লোকজনের ওপর হামলা চালায় এবং কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করে। এর জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সাহিদা খাতুন ও শহিদুল ইসলাম নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন ধারালো অস্ত্রে আঘাতে গুরুতর জখম হয়েছেন। গুরুতর আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি এবং পুলিশ কাউকে আটক করেনি।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর জেলা আওয়ামী লীগের কাউন্সিলে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন সদর উদ্দিন খান ও খোকসা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে পুনরায় সভাপতি নির্বাচিত হন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের অনুসারী বাবুল আকতার। এ দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছে বলে অভিযোগ রয়েছে। কর্মীরাও বিভক্ত হয়ে পড়েছে। গত ২৫ নভেম্বর খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের দিনও দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০জন আহত হয়।