নওগাঁয় প্রায় ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ ১১:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮১ বার।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের খোর্দ্দচম্পা গ্রামের একটি জংগলের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূতিৃ উদ্ধার করেছে টাস্ক ফোর্স। শুক্রবার রাতে ওই গ্রামের জনৈক আব্দুল মান্নানের বাড়ির পাশ থেকে এই মূর্তিটি উদ্ধার করা হয়। বর্তমানে মূর্তিটি নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়নের হেডকোয়াটারে হেফাজতে রয়েছে বলে স্থানীয় বিজিবি জানিয়েছেন।
১৬ বিজিবির কোমান্ডিং অফিসার লেঃ কর্ণেল এ কেএম আরিফুল ইসলাম পিএসসি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহাী অফিসার জয়া মারিয়া ও থানার ওসি আবউল কালাম আজাদকে নিয়ে একটি টাস্কর্ফোস ঘটনাস্থলে অফিযান চালায়। অভিযান চলার সময় মূর্তি পাচারকারিরা মূর্তিটি ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যাক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির প্রকৃত ওজন ১৯.২৪০ কেজি। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৯ লাখ ২৪ হাজার টাকা। বিজিবির ধারনা মূর্তিটি পাচারের জন্য সেখানে রাখা হয়েছিল।
এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান বিজিবি।