বগুড়ার আদমদিঘীতে পুলিশের উপর হামলা, গ্রেফতার ৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ ১২:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৫ বার।

বগুড়ার আদমদিঘী উপজেলায় মাদক বিরোধী অভিযানে ২ জনকে আটক করা হলে তাদের ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার সান্তাহারের চা-বাগান এলাকায় এই ঘটনা ঘটে। ঐদিন রাতে সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান বাদি হয়ে ৭ জনের নাম  উল্লেখ ও অজ্ঞাত আরও ১২ জনসহ মোট ১৯ জনের বিরুদ্ধে আদমদিঘী থানায় একটি মামালা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- সান্তাহার চা-বাগান এলাকার মন্টুর ছেলে আল অমিন রকি, নুর ইসলামের ছেলে রিফাত, নিউ কলোনীর ময়নুল হকের ছেলে সেলিম ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পাকিকাঘাট এলাকার জিয়ারুলের ছেলে মনজুরুল ইসলাম।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, শুক্রবার সকাল পৌনে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনিছুর রহমানের নেতৃত্বে তাদের একটি টিম চা-বাগান এলাকার আলাউদ্দিনের ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী শিবলুর বাসায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালায়। এসময় হামিদা বেগম ও শিবলুকে আটক করা হয়। পরে ওঁৎ পেতে থাকা অপর আসামীরা পুলিশ ও সোর্সের উপড় হামলা করে শিবলুকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ পরিদর্শক আনিছুর রহমান ও সোর্স সুনিল চন্দ্র আহত হন। আহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা নওগাঁ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ও সুনিলকে ভর্তি করা হয়েছে।