পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বগুড়ায় কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ ১৩:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১১ বার।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এবং ইউএনএফপিএ’র সহযোগিতায় বগুড়ায় 'Review meeting with the warehouse incharges and district managers' বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) কাজী আ.খ.ম মহিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক(উপকরণ ও সরবরাহ) সুকেশ কুমার সরকার এবং অতিরিক্ত পরিচালক(ড্রাগস এন্ড ষ্টোরস) তসলিম উদ্দিন খান।

প্রধান অতিথি তার উদ্বোধনী বক্তব্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন, 'কোন কোন বিভাগের কাজ ঢাকঢোল পিটিয়ে, কোন বিভাগের কাজ নিভৃতে, সবাই মিলেই আমরা মূলতঃ পরিবার পরিকল্পনার কাজ করছি। সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যুর হার কমাতে হবে এবং পরিবার পরিকল্পনা বিভাগের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।'

এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (বৈদেশিক সংগ্রহ) জাকিয়া আখতার, সহকারী পরিচালক (বৈদেশিক সংগ্রহ) মোঃ মাহবুব হাসান ভূইয়া এবং শেখ শহীদুজ্জামান এবং ইউএনএফপিএর প্রতিনিধিবৃন্দ। কর্মশালায় সহকারী পরিচালক(সিসি) ডাঃ জহুরুল ইসলাম, মেডিকেল অফিসার(সিসি) ডাঃ সামসী আরা বেগম, বগুড়া জেলার সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি/ক্লিনিক), উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী(গুদাম)গণ অংশগ্রহন করেন। উদ্বোধনী পর্বটি উপস্থাপনা করেন মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি), সোনাতলা ডাঃ শরীফা নুসরাত।