আমাজনে 'আগুন ধরাতে টাকা ঢেলেছেন' ডি ক্যাপ্রিও

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ ১৩:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৩ বার।

আমাজন বনাঞ্চলে আগুন দিতে হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও টাকা দিয়েছেন বলে অভিযোগ করেছেন ব্রাজিলের কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো।

শুক্রবার প্রেসিডেন্টের বাসভবনে এক ব্রিফ্রিংয়ের সময় তিনি এই অভিযোগ করেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বোলসোনেরো বলেন, এই লিওনার্দো ডি ক্যাপ্রিও একজন শান্ত মানুষ, ঠিক? তিনিই আমাজনে আগুন ধরাতে টাকা দিয়েছেন।

তবে এই বক্তব্যরে ব্যাপারে কোনও ব্যাখা দেননি ব্রাজিলের প্রেসিডেন্ট। এ নিয়ে আরও কোনও বিস্তারিত কথাও বলেননি তিনি।

এর আগে বৃহস্পতিবার এক লাইভ ওয়েবকাস্টেও বোলসোনেরো বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমাজনের অগ্নিকাণ্ডের ছবির বিনিময়ে আগুন নেভাতে কাজ করা স্বেচ্ছাসেবক ফায়ারফাইটারদের অর্থ দিয়েছিল পরিবেশবাদী সংগঠন ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ)।

ডব্লিউডব্লিউএফের তহবিলে ডি ক্যাপ্রিওর ৫ লাখ ডলার চাঁদা দেওয়া নিয়ে বোলসোনেরোর অভিযোগ অস্বীকার করেছেন হলিউড তারকা।

আমাজনে আগুন লাগাতে অর্থায়নের বিতর্কিত অভিযোগে এরই মধ্যে বিভিন্নজনকে গ্রেফতার করা হয়েছে। মানবাধিকার সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সমালোচকরা বলছেন, রাজনৈতিক কারণে হয়রানির উদ্দেশে ব্রাজিলে পরিবেশবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ।

পেসিডেন্ট বলেন, ডি ক্যাপ্রিওর ৫ লাখ ডলারের ভাগ বনে আগুন দেওয়া ব্যক্তিদের হাতেও গেছে। ডি ক্যাপ্রিও, আপনি আমাজনের অগ্নিকাণ্ডে অর্থায়ন করছেন, এটা করবেন না।