অপকর্মে জড়িতরা নজরদারিতে, সময়মতো ব্যবস্থা: কাদের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ ১১:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯২ বার।

শুদ্ধি অভিযান স্তিমিত হয়ে যায়নি দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপকর্মে জড়িতরা নজরদারিতে আছে। সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। খবর দেশ রুপান্তর 

মঙ্গলবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার শুদ্ধি অভিযান চলছে। সাংবাদিকরা বলছে- শুদ্ধি অভিযান স্তিমিত হয়ে গেছে। শুদ্ধি অভিযান স্তিমিত হয়নি। অভিযান চলছে। যারা অপকর্ম করছে তারা নজরদারিতে আছে। সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সঙ্গে নড়াইলবাসীর প্রাণের দাবি কালনা সেতুর নির্মাণকাজও শেষ হবে। পদ্মা সেতু চালু হলে নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার দুয়ার খুলে যাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এসব কিছুই সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। শেখ হাসিনা আছেন বলেই দেশ আজ এগিয়ে চলেছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের কর্মীদের মাঝে কোনো ভেদাভেদ নেই। কিন্তু নেতাদের মাঝে ভেদাভেদ রয়েছে। নড়াইলে কমিটি গঠনের জন্য সভাপতি পদে ৪৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩০ জন মনোনয়ন ফরম কিনেছেন। বর্তমানে সবাই কর্মী হতে চান না, নেতা হতে চান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে পুনরায় সভাপতি ও নিজাম উদ্দিন খান নিলুকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।