বগুড়ায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ ১২:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪১৮ বার।

বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রন্থাগার ভবনে স্থাপিত ওই দু’টি কর্ণারের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। পরে কলেজের গ্রন্থাগার ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান।
আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ‘যে অসাধারণ সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু আমাদের জাতীয় স্বাধীনতার অমর নায়কে পরিণত হয়েছেন, তাঁর নামে একটি সমৃদ্ধ কর্ণার উদ্বোধন করে একটি পবিত্র কাজ করলাম।’ তিনি আরও বলেন, ‘আমার জানামতে এই কর্ণার বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধু সংগ্রহশালা হিসেবে ২য় স্থানে থাকবে।’
সভায় আরও বক্তব্য রাখেন, প্রধান অতিথির সহধর্মিণী হেলেন জামান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. বেল্লাল হোসেন, প্রফেসর মোছাঃ হাসিনা আখতার এবং শিক্ষক পরিষদের সম্পাদক দেবদুলাল দাস। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আই আর এম সাজ্জাদ হোসেন।