টিএমএসএস ও হারভেস্ট প্লাসের উদ্যোগে

বগুড়ায় জিংক সমৃদ্ধ ব্রি ধান৭২'র মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ ১২:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪১ বার।

টিএমএসএস ও হারভেস্ট প্লাসের উদ্যোগে বগুড়ার শিবগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রি ধান৭২ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শোলাগাড়ীতে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় কৃষকদের মাঝে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭২ এর বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে এই ধান চাষে তাদের উৎসাহিত করা হয়। এই ধানের বিঘা প্রতি ফলন হয় ১৮ থেকে ২০ মণ। জিংক মানুষের শরীরের জন্য অতিব জরুরী একটি খনিজ উপাদান। এই ধানের ভাত খেলে মানুষের শরীরে জিংকের অভাব পূরন হয়। জিংক সমৃদ্ধ ধানে পুষ্টিগুন বেশী ও ফলন বেশী হওয়ায় এই ধান উৎপাদনে কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছে।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা  আল মোজাহিদ সরকার। আরও বক্তব্য রাখেন হারভেস্ট প্লাসের কৃষি গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকিউল হাসান, টিএমএসএস এর জোনাল ম্যানেজার মাহবুবুর রহমান মিঠু প্রমুখ। সার্বিক সহযোগীতা করেন টিএমএসএস কর্মকর্তা সিরাজুল ইসলাম বাবু।

উল্লেখ্য বগুড়া জেলার বিভিন্ন স্থানে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।