বিশ্ব মানবাধিকার দিবসে

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবেঃ বগুড়ায় মানবাধিকার কমিশনের দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ ০৭:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৭ বার।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বিশ্ব মানবাধিকার দিবসে বগুড়ায় দাবি জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় আয়োজিত এক পথসভায় এই দাবি জানানো হয়। 

এসময় মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে সংগঠনের জেলা শাখার সভাপতি নূরুন নবী বলেন, মিয়ানমার সরকার মানবাধিকার লঙ্ঘন করে রোহিঙ্গাদের উপর নির্যাতন করেছে। নির্যাতনের শিকার ১১ লক্ষেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করে আমরা দেখেছি সেখানে নানান সমস্যার সৃষ্টি হয়েছে। সেই সাথে আমরাও বিপর্যস্ত হচ্ছি। তাই মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের দেশে ফিয়রিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।

এর আগে দিবসটি উপলক্ষ্যে সকাল ১১ টায় শহরের কাটনারপাড়া নিজ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যলি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় পথসভার আয়োজন করা হয়। এসময় র‍্যালীতে সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষও অংশ নেন।

৭১ তম বিশ্ব মানবাধিকার দিবসে ওই পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা শাখার নির্বাহী সভাপতি আমিনুল হক, সিনিয়র সহ-সভাপতি জিয়া হাসান, সহ-সভাপতি মির্জা আহছানুল হক দুলাল ও নূরে আলম চৌধুরী, আঞ্চলিক সমন্বয়কারী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সম্পাদক আতাউল ওসমান গণি, দপ্তর সম্পাদক রঞ্জু আহম্মেদ, ফরিদুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এবং মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা খান।

বক্তারা বলেন, সকল মানুষ যাতে সমান অধিকার পায় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে মানবাধিকার কমিশন। বর্তমানে নারী ও শিশু নির্যাতনের হার বেড়ে গেছে। নির্যাতন প্রতিরোধে সকলের এগিয়ে আসতে হবে, তাহলে নুসরাতের মতো আর কাউকে অকালে প্রাণ দিতে হবে না। সেই সাথে নির্যাতনকারীদের কঠিন শাস্তির দাবি জানান তারা।