জনগণকে ভ্যাট দেওয়ায় উজ্জীবিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৭ বার।

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, জনগণের ভ্যাটের টাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে গেছেন। তাই দেশের উন্নয়নে জনগণকে ভ্যাট দেওয়ায় উজ্জীবিত করতে হবে। মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে সম্পৃক্ত হতে হবে।

মঙ্গলবার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে রংপুর নগরীর জিলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সর্বোচ্চ করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খবর সমকাল অনলাইন 

সমাজকল্যাণমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে বিনয়ী হয়ে রংপুর বিভাগ থেকে আরও বেশি ভ্যাট সংগ্রহে কর কমিশনারকে তাগিদ দেন। কাস্টমস, এপাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর কমিশনার শওকত আলী সাদীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হাফিজ আহমেদ মুর্শেদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর কর কমিশনার আব্দুল লতিফ ও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।

আলোচনা সভা শেষে রংপুর বিভাগের ৮ জেলার ১৮ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে রংপুর বিভাগের সর্বোচ্চ করদাতা ছাড়াও ব্যবসায়ী সংগঠনের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।