খুলনায় অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত পাটকল শ্রমিকরা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ ০৬:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৪ বার।

মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন করছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলের শ্রমিকরা। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত শ্রমিকরা। 

মঙ্গলবার দুপুর থেকে নগরীর খালিশপুরে বিআইডিসি সড়কে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর ও স্টার জুট মিলের শ্রমিকরা অনশন কর্মসূচি পালন করছেন। খুলনার আলিম, ইস্টার্ন এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা তাদের নিজ নিজ মিলের সামনে অনশন কর্মসূচি পালন করছেন।

শীতের রাতে সড়কে থাকায় বুধবার সকাল থেকে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছেন। খবর সমকাল অনলাইন 

স্টার জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ জানান, বুধবার সকালে অসুস্থ হয়ে পড়া ৭ জন শ্রমিককে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও ১০-১২ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে স্যালাইন দেয়া হচ্ছে।

প্লাটিনাম জুট মিল সিবিএর সাবেক সভাপতি মো. খলিলুর রহমান জানান, অনশনরত বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে স্যালাইন দেয়া হচ্ছে।

স্টার জুট মিল সিবিএর সভাপতি মো. বিল্লাল হোসেন জানান, তাদের প্রধান দাবি মজুরি কমিশন বাস্তবায়ন। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।

অনশন কর্মসূচির কারণে পাটকলগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। সেই সঙ্গে বিআইডিসি সড়কের দোকানপাটও বন্ধ রয়েছে।