বগুড়ায় সংগ্রাম পত্রিকা পুড়ালো ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ ০৪:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৪৭ বার।

যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে খবর প্রকাশ করায় দৈনিক সংগ্রাম পত্রিকা পুড়িয়েছে বগুড়া জেলা ছাত্রলীগ। ওই ঘটনায় আটক হওয়া পত্রিকাটির সম্পাদক সহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

শনিবার সকাল পৌণে ১০ টায় শহরের সাতমাথায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে তারা ওই দাবি জানায়। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ সহ দুই ইউনিটের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলন৷

এর আগে বৃহস্পতিবার যুদ্ধপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই জামায়াত নেতাকে 'শহীদ' আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ’ শিরোনামে সংবাদ প্রচার করে দৈনিক সংগ্রাম পত্রিকা।

বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতের নেতা কসাই কাদের মোল্লাকে 'শহীদ' হিসেবে আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম আমাদের স্বাধীনতাকে বিকৃতি করেছে। এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।

এর প্রতিবাদে মুক্তিযুদ্ধমঞ্চ শুক্রবার সন্ধ্যায় পত্রিকাটির কার্যালয় ভাঙচুর করে এবং সম্পাদককে পুলিশের কাছে সোপর্দ করে।