বগুড়ায় নৃত্যশিল্পী সংস্থায় জর্জেট সভাপতি, সোহাগ সা. সম্পাদক ও মৌসুমী সাংগঠনিক সম্পাদক

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৮ ১২:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০০ বার।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। দুই বছরের জন্য গঠিত কমিটিতে জর্জেট বুলবুল ব্যাপরী সভাপতি, মাহাবুব হাসান সোহাগ সাধারণ সম্পাদক এবং রেবেকা সুলতানা মৌসুমী সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর অস্থায়ী কার্যালয়ে নৃত্যশিল্পী সংস্থার সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট নতুন ওই কমিটি অনুমোদন দেওয়া হয়। সভাপতিত্ব করেন সৈয়দ আশিক ফারুক। নবগঠিত ওই কমিটি ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
সভার শুরুতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার প্রয়াত সভাপতি ও আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় ২০১৯ সালের ১ জানুয়ারি দেশবরেণ্য নৃত্যগুরু মরহুম বুলবুল চৌধুরীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ায় নৃত্যানুষ্ঠান করারও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন জর্জেট বুলবুল ব্যাপারী, স্বর্ণকার জহুরুল ইসলাম রতন, শ্রী রবীন্দ্রনাথ সরকার রবিন, রেবেকা সুলতানা মৌসুমী, মাহাবুব হাসান সোহাগ, মাসুকুর রহমান সুরুজ ও আশিকুজ্জামান রিপন। সভাটি পরিচালনা করেন সাঈদ যুবায়ের পিনু।