রাজাকারদের তালিকা প্রকাশে এত দেরি কেন: ড. কামাল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ ১৫:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৬ বার।

রাজাকারদের তালিকার বিষয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যারা এই জঘন্য অপরাধ করেছেন, তাদের দোষী চিহ্নিত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, তালিকা প্রকাশে এত দেরি হলো কেন?

ড. কামাল বলেন, তালিকা ৫০ বছর পরে কেন? এ সরকার তো ১০ বছর ধরে আছে। এতদিন কী হলো? মানে এ ১০ বছরে কেন এটা সম্ভব হলো না? আরও ৫০ বছর লাগবে না-কি এগুলো করতে?’ খবর সমকাল অনলাইন 

সোমবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা।

স্বাধীনতাকে বাঙালির সবচেয়ে বড় অর্জন হিসেবে বর্ণনা করে ড. কামাল বলেন, এই স্বাধীনতা এসেছিল জনগণের ঐক্যের শক্তিতে। স্বাধীনতাকে অর্থবহ করতে এখনও সেই ঐক্য প্রয়োজন।

জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পূর্বশর্ত হলো ঐক্য, জনগণের ঐক্য। আর সুস্থ রাজনীতি। বিভক্তির রাজনীতি যদি হয়, তখন কিন্তু মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। আমরা একে অন্যের পেছনে লেগে থাকি। কিন্তু মূল যে চ্যালেঞ্জগুলো আমরা সেগুলো মোকাবিলা করি না।