ঘুষের টাকা আনতে গিয়ে আটক বিএডিসি কর্মকর্তা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ ১৬:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৭ বার।

সিরাজগঞ্জের তাড়াশে ঘুষের টাকা আনতে গিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা ইসরাফিল হোসেন স্থানীয়দের হাতে আটক হন। তিনি বিএডিসির তাড়াশ অফিসের উপসহকারী প্রকৌশলী। খবর সমকাল অনলাইন 

সোমবার সন্ধ্যায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিণা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস মুচলেকা নিয়ে ওই কর্মকর্তাকে ছেড়ে দেন। চেয়ারম্যান আবদুল কুদ্দুস জানান, ইসরাফিল হোসেন বৈদ্যুতিক সেচ যন্ত্রের লাইসেন্স দেওয়ার নাম করে ৯৬ হাজার টাকা ঘুষ নেন বলে স্থানীয় কৃষক ফিরোজ মাহমুদ দাবি করেন। পরে ওই কর্মকর্তাকে গ্রামের রাস্তা দিয়ে যেতে দেখে ঘুষের টাকা ফেরত চেয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করেন তিনি। একপর্যায়ে ওই কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদে আনা হয়। পরে বিষয়টির বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে মর্মে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে ইসরাফিল হোসেন ঘুষের টাকা নিতে ও তাগাদা দিতে গ্রামে কৃষকদের কাছে গিয়েছিলেন বলে কয়েক কৃষক অভিযোগ করেছেন। ওই কর্মকর্তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে এ বিষয়ে পরে জানানো হবে জানিয়ে তিনি ফোন কেটে দেন।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ জানান, ঘটনাটি শুনেছেন। পরে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ওই উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে সেচ যন্ত্রের লাইসেন্স দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে গত ১২ ডিসেম্বর সমকালে সংবাদ প্রকাশিত হয়েছিল।