অভিবাসি দিবসে বিদেশ যাত্রাকালে দালালের খপ্পরে না পরার পরামর্শ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ ১১:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৮ বার।

আন্তর্জাতিক অভিবাসি দিবসে জীবিকার তাগিদে বিদেশ যাত্রাকালে দালালের খপ্পরে না পরার পরামর্শ দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার বেলা ১১ টায় বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভায় এসব পরামর্শ দেওয়া হয়। 

এসময় উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন, আমার বাড়ি আমার খামার সমন্বয়কারি ফাতেমাতুছ জোহরা, আদমদীঘি প্রেসক্লাবের সাধারন সম্পাদক বেনজীর রহমান এবং এলএসডি খাদ্য গুদামের ইনচার্জ আতিকুর রহমান।

সভায় কর্মের তাগিদে বিদেশে ক্ষেত্রে বাংলাদেশী সকল নারী পুরুষদের স্ব-স্ব দেশের ভাষা জানতে ও দালালদের খপ্পরে না পরার পরামর্শ দেয়া হয়।