ভেজাল ওষুধ বিক্রির দায়ে বগুড়ায় ২ দোকানের জরিমানা, ১ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৩ বার।

ভেজাল ওষুধ বিক্রি ও পণ্যের মোড়ক ব্যবহার না করায় বগুড়ায় দুই দোকানের মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে একজনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। 

বুধবার সদরের রাজাবাজার এলাকায় আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ও পাপিয়া। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। 

এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৩ ঘন্টাব্যাপী চলা অভিযানে আদালত 'মেসার্স আলহাজ্ব স্টোর 'র  মালিক জাহেদ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদন্ড এবং 'মেসার্স পান্না স্টোর'র  মালিক পান্না বিশ্বাসকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।