বগুড়ায় ট্রাক থেকে শতাধিক ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৩:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৮ বার।

বগুড়ায় ট্রাক থেকে শতাধিক ফেন্সিডিল উদ্ধারসহ ৩ যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে সদরের গোকুল উত্তরপাড়ার একটি তেলের পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুরের রামনগরের মৃত সাহাবুলের ছেলে শামীম (২৮), শুইহারী মাঝাডাঙ্গার আব্দুল মান্নানের ছেলে মহিদুর রহমান এবং মালঝাড় চকচকার আজগর আলীর ছেলে তাজিমুল ইসলাম (২৫)।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই তিন যুবক দেশের বিভিন্ন জায়গায় মাদক ব্যাবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার রওশন আলীর নেতৃত্বে সদরের গোকুল উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহ হলে একটি ট্রাককে (ট-১৬-৩৭৫৫) থামার নির্দেশ দেওয়া হয়। পরে ট্রাক তল্লাশি করে ড্রাইভারের সিট কভারের নিচ থেকে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন, ৪ টি সীমকার্ড ও নগদ ৪০০ টাকা উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।