ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানাসহ এক মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৫:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭১ বার।

ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে বগুড়ায় এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার নলডিগী  এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজা। এসময় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা সহায়তা করেন।

এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন ঘন্টার অভিযানে ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে ভাটার ম্যানেজার রফিকুল ইসলামকে এক লাখ টাকা জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।