ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯ ০৫:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৮ বার।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে রসুলপুর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ রুটের যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

হাইওয়ে পুলিশ জানায়, গত রাত থেকে ঘন কুয়াশার কারণে যানবাহন ধীরগতিতে চলায় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে যানজটের সৃষ্টি হয়। শুক্রবার সকালে তা আরও বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বেড়ে রসুলপুর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।

মহাসড়কে কর্তব্যরত মাসুদ বলেন, রাস্তার কাজ থাকার কারণে মহাসড়কে খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর মহাসড়কের এলাকাতে রাস্তার দুই পাশে একসাথে কেটে ফেলার কারণে প্রতিদিনই প্রায় যানজটের সৃষ্টি হচ্ছে। নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না যানবাহন।

তাই দ্রুত সংস্কার কাজ শেষ করার দাবি তাদের।