বগুড়ার শেরপুরে একইরাতে তিনটি জলাশয়ে বিষ প্রয়োগ : ৩৫লাখ টাকার মাছ নিধন

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮ ১১:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮০ বার।

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরে মাকোরকোলা গ্রামে একই রাতে তিনটি জলাশয়ে বিষ প্রয়োগ করে অন্তত ৩৫লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর পক্ষ থেকে মঙ্গলবার থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী ফখরুদ্দিন আহমদ লিটন জানান, তিনি এবং তৈয়ব আলী নামে আরেক ব্যবসায়ী যৌথভাবে ওই গ্রামে অবস্থিত ব্যক্তি মালিকানাধীন প্রায় সোয়া ৬একর আয়তনের তিনটি জলাশয়টি ৩বছরের জন্য ইজারা নিয়ে মাছচাষ করে আসছিলেন। জলায়শয়গুলোতে পাঙ্গাস, মনোসেক্স, রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। কিন্তু গত সোমবার  রাতে কে বা কারা তাদের মাছভর্তি এসব জলাশয়ে বিষ প্রয়োগ করে। পরে জলাশয় পাহারাদারদের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পারেন। 

উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা আব্দুল খালেক ও আলহাজ¦ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওইসব জলাশয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন অতিরিক্তি মাত্রায় বিষ প্রয়োগ করা হয়েছে। এতে মাছের ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে বলেও জানান তাঁরা। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি উক্ত ঘটনায় জড়িতদের চিহিৃত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাত ব্যক্ত করেন পুলিশের এই কর্মকর্তা।