বগুড়ায় অটোরিকশা দুমড়ে দিলেন ঘুমন্ত ট্রাক চালক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৯ বার।

বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকসার ওপর ধান বোঝাই ট্রাক তুলে দিলেন ঘুমন্ত ট্রাক চালক জাহিদ মিয়া। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই অটোরিকসাটির চালক বাবু মিয়া (৩০)।  

শুক্রবার সকালের দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজরোড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তবে দুমড়ে-মুচড়ে যাওয়ায় অটোরিকসাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ট্রাক চালকের সহকারি সুমন মিয়া জানান, বৃহস্পতিবার বিকালে সিলেট থেকে ধান বোঝাই করে নীলফামারী জেলার উদ্দেশে ট্রাকটি নিয়ে রওনা হন তারা। কিন্তু মাঝপথে কোন বিরতি দেয়া হয়নি। ফলে হঠাৎ করে চালকের চোখে ঘুম এসে পড়ে। এমনকি ঘুমন্ত অবস্থায় চালানোর সময় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক জাহিদ মিয়া। একপর্যায়ে ট্রাকটি মহাসড়কের উক্ত স্থানে পাশে দাঁড়িয়ে থাকা ওই অটোরিকসাটিকে চাপা দেয়।

অটোরিকসা চালক বাবু মিয়া জানান, ঘটনার সময় তার রিকসাতে কোন যাত্রী ছিল না। এছাড়া দ্রুতগতিতে আসা ট্রাকটির গতিবিধি লক্ষ্য করেই অটোরিকসা থেকে দৌঁড় দিয়ে প্রাণ রক্ষা করেন। কিন্তু ধান বোঝাই ট্রাক তুলে দেয়ায় তার রিকসাটি দুমরে-মুচড়ে যায়। এতে নতুন গাড়িটির অর্ধলক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

হাইওয়ে পুলিশের নন্দীগ্রামের কুন্দারহাট ফাঁড়ির দায়িত্বে থাকা কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান এই জানান, ঘুমন্ত অবস্থায় ট্রাক চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই ট্রাক ও অটোরিকসাটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে এই পুলিশ কর্মকর্তা জানান।