বগুড়ায় অতি: সচিব জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা জানালেন নেকটার পরিবার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৯ বার।

বগুড়ায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম জাকির হোসেন ভূঞা কে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) পরিবার। শনিবার বিকালে প্রতিষ্ঠানের সভা কক্ষে অবসরজনিত তার এই বিদায় সংবর্ধনার আয়োজন করেন নেকটার বগুড়ার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তার দীর্ঘ ৩৩ বছরের বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে কাজ করে আসা সুদীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নেকটার বগুড়ার পরিচালক শাফিউল ইসলাম (উপ-সচিব), অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহ্উদ্দিন আহম্মেদ, নেকটারের উপ-পরিচালক মাহমুদুর রহমান, ভারপ্রাপ্ত প্রশিক্ষণ সমন্বয়কারী জয়নাল আবেদীন এবং অফিস সুপার আব্দুল মান্নান।

অনুষ্ঠানে আবেগাপ্লুতভাবে বক্তব্য রাখার সময় অতিরিক্ত সচিব জাকির হোসেন ভূঞা অত্যন্ত দৃঢ়তার সাথে তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে নেকটার পরিবারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

পরিশেষে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জাকির হোসেনের হাতে নেকটারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।