ইরাক-সিরিয়ায় মিলিশিয়া ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ২৫

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ ০৫:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৮ বার।

ইরাক ও সিরিয়ায় কাতাইব হেজবুল্লাহ মিলিশিয়া ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে ২৫ যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৫ যোদ্ধা।

রবিবার ‘আত্মরক্ষার্থে’ ওই মিলিশিয়া ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

বিবিসি ও আলজাজিরা জানায়, ২৭ ডিসেম্বর কিরকুকে একটি ইরাকি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় একজন মার্কিন সামরিক কন্ট্রাক্টর নিহত ও কয়েকজন মার্কিন সেনা আহত হওয়ার পর এই হামলা চালালো যুক্তরাষ্ট্র।

কাতাইব হেজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ বিবেচনা করে যুক্তরাষ্ট্র। এই মিলিশিয়া বাহিনীর অস্ত্র গুদাম এবং ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানায়, সিরিয়া সীমান্তবর্তী আল-কাইয়িম জেলায় এই মিলিশিয়া বাহিনীর সদরদপ্তরে চালানো হামলায় তাদের কমপক্ষে চার কমান্ডারও নিহত হন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র জনাথন হফম্যান বলেন, ‘ইরাকে কোয়ালিশন বাহিনীর ঘাঁটিতে কাতাইব হেজবুল্লাহর বারবার হামলার জবাবে ইরাক এবং সিরিয়ায় তাদের পাঁচটি স্থাপনায় নিখুঁত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কোয়ালিশন বাহিনীর ঘাঁটিতে ভবিষ্যৎ হামলা বন্ধে তাদের দুর্বল করতে এ হামলা চালানো হয়।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, কর্মকর্তারা এ হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন।

তিনি বলেন, ‘মার্কিন নারী-পুরুষদের জীবন বিপন্ন করে এমন কর্মকাণ্ড বন্ধে ইরানের পদক্ষেপের জন্য অপেক্ষায় থাকবে না যুক্তরাষ্ট্র।’

এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলাকে ইরাকের ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছেন দেশটির সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদির সামরিক মুখপাত্র।