৫ কিলোমিটার পথ যেতে কপ্টার ভাড়া মন্ত্রীর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ ০৫:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৬ বার।

পাঁচ কিলোমিটার পথ যাওয়ার জন্য ভারতের আসাম রাজ্যের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে হেলিকপ্টার ভাড়া করতে হয়েছে। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাস্তায় নামা আন্দোলনকারীদের জন্য এই পথ অবলম্বন করেন তিনি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, বিজেপি এমএলএ রাজেন বোরঠাকুরের শেষকৃত্যে অংশ নিতে মন্ত্রী এই কাজ করেন।

ভারতের নতুন নাগরিকত্ব আইনে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পারসি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। সেখানে প্রতিবেশী দেশ থেকে যাওয়া মুসলিমদের বিষয়ে কোনো উল্লেখ নেই।

এই আইনের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। এই ইস্যু নিয়ে আসাম বেশি উত্তাল। কয়েক মাস ধরে সেখানে লাগাতার আন্দোলন চলছে।