জেরুজালেমে ফিলিস্তিনিদের স্কুল যাওয়ার পথরোধ করছে ইসরায়েল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮ ১৩:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬১ বার।

অবরুদ্ধ জেরুজালেমে ফিলিস্তিনি শিক্ষার্থীদের স্কুলে যেতে বাধা দিচ্ছে ইসরায়েল। সোমবার জেরুজালেমের সিলিওয়ানে একটি স্কুলে যাওয়ার সময় ফিলিস্তিনি শিশুদের পথ আটকে দেয় ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ পর্যবেক্ষণ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনসহ অন্যান্য আরব রাষ্ট্রের একটা বড় অংশ দখল করে নেয়। পরে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ইসরায়েলের সীমানা নির্ধারণ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত হয়। তবে এই দ্বি-রাষ্ট্র সমাধান আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। ফিলিস্তিনিরা চায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করা হোক। ‌আর ইসরায়েলের দাবি,জেরুজালেম অবিভাজ্য। ইসরায়েল-ফিলিস্তিন সংকট প্রশ্নে দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠার নীতির পক্ষে সমর্থন জানিয়েছিল আসছিল যুক্তরাষ্ট্র। তবে সেই নীতি থেকে সরে এসে ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাস তেল আবিব থেকে জেরুজারেমে সরিয়ে নেওয়া হয়।

আল-আকসা মসজিদের দক্ষিণের সিলওয়ানে একটি স্কুলে পড়ে ফিলিস্তিনি শিশুরা। সেই পথেই বেশ কয়েকটি চেকপোস্ট বসিয়েছে ইসরায়েলি বাহিনী।

ওয়াদি আল-হিলওয়া তথ্য কেন্দ্র থেকে জানানো হয়, ইসরায়েলি দখলদারী বাহিনী ফিলিস্তিনি শিশুদের স্কুল বাস থেকে নামিয়ে তল্লাশি চালায়। এতে করে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। ত্রাণকর্মী ও শিক্ষার্থীরা গন্তব্যস্থলে পৌঁছাতে অনেক সময় লেগে যায়।