বগুড়ার যমুনা নদী চরের শিশু ও বৃদ্ধদের মুনলাইটের কম্বল বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৭ বার।

তীব্র শীতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চরের শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে সরকারী আজিজুল হক কলেজের ১৯৮৯ ব্যাচের সাবেক ছাত্রদের সংগঠন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি। চরের নারী ও বৃদ্ধদের মাঝে আড়াই শ’ কম্বল ও শিশুদের মাঝে সোয়েটার বিতরণ করা হয়েছে। 
সোমবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের ধরাবর্ষার চরে স্চ্ছোসেবী সংস্থার  আলোর দিশারীর সহযোগিতায় কম্বল বিতরণে প্রধান অতিথি ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল মিয়া।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, এস এ টিভির স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে’র) নির্বাহী সদস্য আরিফ রেহমান, চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শওকত আলী, যুগান্তর বগুড়া ব্যুরো প্রতিনিধি নাজমুল হুদা নাসিম, প্রথম আলো বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ, মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির সহ-সম্পাদক মোরশেদা বেগম আইভি, আলোর দিশারীর সাধারণ সম্পাদক আদিত্য কুমার, মুনলাইট’র সমন্বয়কারী শহিদুল ইসলাম তুষার, চর খাটিয়ামারির বাসিন্দা জাহিদুল ইসলাম প্রমুখ।


প্রধান অতিথি বলেন, এবারের শীতে শহরের মানুষের চেয়ে চরাঞ্চলের অস্বচ্ছল মানুষেরা বেশি কষ্ট পাচ্ছে। নদীর ঠান্ডা হিমেল বাতাস তাদের জীবন যাপন বিপর্যস্থ করে তুলছে। এইসব অসহায় মানুষদের সাহায্যে সরকারের পাশাপাশি বেসরকারী ব্যক্তি, ব্যবসায়ী, সংগঠন,উদ্যোক্তাদেরকে এগিয়ে আসতে হবে। তিনি এই শীতে সমাজের বিত্তবান মানুষদের চরের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।