গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে বগুড়া জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৫:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৮ বার।

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে সোমবার শহরের নবাববাড়ী রোডস্থ বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে গোলাম মোঃ সিরাজ বলেন ৩০ ডিসেম্বর ২০১৮ সালে কোন নির্বাচনই হয়নি, আগের রাতেই ভোট ডাকাতি হয়ে যায়। তার প্রমান তাদের শরিক ওয়ার্কাস পাটির রাশেদ খান মেননের বক্তব্যে স্বীকারোক্তি। তিনি বলেছিলেন হলফ করে বলতে পারি আমি ভোট ছাড়াই এমপি হয়েছি। যারা এই নির্বাচনে সহযোগীতা করেছেন আগামী দিনে ভোট ডাকাতির জন্য যে মামলা হবে সে মামলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সকল সহযোগীতাকারীরা আসামী হবেন। তিনি প্রশাসনিক কর্মকর্তাদেন উদ্দেশ্যে বলেন আপনারা যদি আদালতে ভোট ডাকাতি কিভাবে কারা করিয়েছেন রাজসাক্ষী হয়ে জবানবন্দী দেন তবে আপনারা রেহাই পেতে পারেন, নইলে জনগণ আপনাদের ক্ষমা করবেনা। তাই এখন থেকেই রাজস্বাক্ষী হবার প্রস্তুতি নিন। তিনি আরো বলেন মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, তারেক রহমানকে দেশে ফিরতে দেয়া হচ্ছেনা। তাই আমরা খালেদা জিয়ার জন্য স্বেচ্ছা কারাবরণ করতে প্রস্তুত আমরা তাকে মুক্ত করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ। কেমএ খায়রুল বাশারের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও পৌর মেয়র এ্যাড একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন, লাভলী রহমান, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান বকুল, আহসানুল হক তৈয়ব জাকির, ড়াঃ মামুনুর রশিদ মিঠু, এ্যাডঃ শাহজাদী লায়লা আঞ্জুমান বানু, শহিদুল ইসলাম বাবলু, এম.আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন,  সহীদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, মনিরুজ্জামান মনির, শাকিলুজ্জামান শাকিল, জেলা কৃষক দলের আহ্বায়ক আকরাম হোসেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড সুলাইমান আলী, বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল, ছাত্রদলের সভাপতি আবু হাসান, সা: সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা শ্রমিক দলের নেতা আব্দুর রহিম পিন্টু প্রমুখ। সমাবেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল, কৃষকদল, মহিলাদল সহ সদর থানা বিএনপি, শহর বিএনপি সহ সকল থানা ও পৌর বিএনপি কালো পতাকা হাতে সমাবেশে যোগদেন।