গণিতে ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৪:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯০ বার।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করায় ফাতেমা আক্তার (১৪) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মিত্রসেনপট্টি গ্রামে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ফাতেমা ওই গ্রামের মোস্তফা খাঁ ও নাজমা বেগম দম্পতির মেয়ে। খবর সমকাল অনলাইন 

ফাতেমার বাবা মোস্তফা খাঁ বলেন, আমার তিন মেয়ের মধ্যে ফাতেমা বড় মেয়ে। এবার ইদিলপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সে। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে গণিত বিষয়ে ফেল করে ফাতেমা। আমরা কেউ তাকে কিছুই বলিনি। তবুও ফেল করার কষ্টে আমার আদরের মেয়েটা আত্মহত্যা করল।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, স্কুলছাত্রী ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। জেএসসিতে গণিত বিষয়ে ফেল করায় সে আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের।