আ.লীগ সরকারের আমলে শতভাগ শিশু স্কুলে যাচ্ছে -হাবিবর রহমান এমপি

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারী ২০২০ ১১:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৮ বার।

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে শতভাগ শিশু স্কুলে যাচ্ছে। বছরের প্রথম দিনেই ৪ কোটি ৩০লাখ শিক্ষার্থী বিনামূল্যে নতুন পাঠ্যবই হাতে পাচ্ছে। দেশে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত ও সরকারের গৃহীত নানামুখী উদ্যোগের কারণেই দেশ উত্তরোত্তর সাফল্য ও সফলতার দিকে এগিয়ে চলেছে। 

বুধবার দুপুর ১২টায় বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক ভিপি ছাইফুল ইসলাম, রবিউল আউয়াল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।

এছাড়াও বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের নতুন পাঠ্যবই বিতরণ করেন প্রধান অতিথি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার কাউন্সিলর রনজু মল্লিক ও অত্র বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।