সুশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- এডিসি (রাজস্ব)

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ জানুয়ারী ২০২০ ১৩:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯২ বার।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক বলেছেন, সুশিক্ষা নিশ্চিতের পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন যা সারাবিম্বে বিরল। এখন সময় অভিভাবক ও শিক্ষকমন্ডলীর নিজেদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে বর্তমান প্রজন্মের আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে প্রস্তুত করা।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়, জেলা কার্যালয় বগুড়ার আয়োজনে বুধবার দুপুরে শহরের মালতিনগর দূর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। মালতিনগর চন্ডী মন্ডপ প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রতন কুমার সিংহের সভাপতিত্বে এবং কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক জেবিদাস রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন প্রাং, কার্যক্রমের জেলা মনিটরিং কমিটির সদস্য দিলীপ কুমার দেব, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক ও কার্যক্রমের সদর উপজেলা মনিটরিং কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য শংকর এবং মালতিনগর দূর্গা মন্দিরের সভাপতি তপন সাহা। পরিশেষে অনুষ্ঠানে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।