সোনার দেশ গড়তে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে -ডা: মকবুল

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারী ২০২০ ১৩:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৩ বার।

বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আজকের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মকে অবগত করলে তাদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি হবে।  বুধবার বগুড়ার শাজাহানপুরের বড়পাথার উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত গেট এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষা বর্ষের পাঠ্য বই বিতরণ করেন। 
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজার রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আজিজুর রহমান। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন। সিনিয়র শিক্ষক কোব্বাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রশিদ টুকু, আব্দুল জোব্বার মাস্টার, মনিরুজ্জামান মতিন, শামছুল আলম টুকু, মাফুজার রহমান প্রমুখ।