ক্যানসার হাসপাতালের আইসিইউর অব্যবস্থাপনা নিয়ে রুল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারী ২০২০ ০৮:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৫ বার।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) বিভাগের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।খবর দেশ রুপান্তর অনলাইন

আইসিইউ বিভাগের এ অব্যবস্থাপনা ও সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তা জানতে চেয়েছেন আদালত।

একই সঙ্গে সদ্য অবসরে যাওয়া এই হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মোআররফের অবসরকালীন সুবিধা স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একটি ইংরেজি জাতীয় দৈনিকে এ সম্পর্কিত একটি প্রতিবেদন আদালতের নজরে আনা হলে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেয়।

বিষয়টি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মনোজ কুমার ভৌমিক ও মো. এমদাদুল হক। আদালত এ বিষয়ে তদন্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আইনজীবীরা জানান, ওই ক্যানসার হাসপাতালে ১২ বছর আগে কেনা আইসিইউর যন্ত্রপাতি কর্তৃপক্ষের অবহেলায় অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে। এতে করে জটিল রোগীরা এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অনেকেই সঠিক চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন। কেউ কেউ চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন।