শাজাহানপুরে এলজিএসপি-৩’র আওতায় বয়ড়াদিঘী রাস্তায় সিসি ঢালাই কাজের উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারী ২০২০ ১২:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৮ বার।

লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রোগ্রাম (এলজিএসপি)-৩ কর্মসূচির আওতায় ৬ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নে বয়ড়াদিঘী-দারিকামারি মাটির রাস্তায় সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে ঢালাই কাজের উদ্বোধন করেন রাণীরহাট স্কুল এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ আবু জাফর আলী। বিশেষ অতিথি ছিলেন আশেকপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টার, আশেকপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ইউপি সদস্য লাভলী বেগম, আলমগীর হোসেন, গোফ্ফার মোল্লা, ইউপি সচিব মাহবুবুর রহমান প্রমুখ।