বগুড়ার শেরপুরে আ.লীগ নেতার পা ভাঙলেন নিজ দলের নেতাকর্মীরা: গ্রেফতার ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২০ ১৩:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬১ বার।

বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনার জেরে নিজ দলের নেতাকর্মীদের বেধড়ক মারপিটে এক আওয়ামীলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন।

ওই আ.লীগ নেতার নাম মো. সৈয়দ শামীম ইফতেখার শামিম। তিনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মারপিটে তাঁর ডান পা ভেঙে গেছে বলে দাবি করেছেন তিনি। এদিকে উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার (০৩জানুয়ারি) দুপুরের পর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ঠিকাদার সেলিম রেজাকে গ্রেফতার করেছে। অপরদিকে ঘটনার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে আ.লীগ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকমীরা।

বিকেলে উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক ও পৌরভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকনের নেতৃত্বে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে আ.লীগ নেতা শামীমের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার (০২জানুয়ারী) সকালের দিকে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখার শামীমের সঙ্গে নিজ দলের ধর্ম বিষয়ক সম্পাদক ও ঠিকাদার সেলিম রেজার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনার জেরে রাবেয়া কমপ্লেক্সের সামনে আ.লীগ নেতার সেলিম রেজার লোকজন ওই আ.লীগ নেতার উপর চড়াও হয়। এমনকি লোহার রড-লাঠিশোঠা দিয়ে বেদম মারপিট করে শামীমের ডান পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং পরবর্তীতে বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে ঘটনার রাতেই হামলায় আহত ওই আ.লীগ নেতার ছেলে সামিউল হাসান বাদি হয়ে ৩জন নামীয়সহ অজ্ঞাতনামা ৪-৫জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।