তথ্য-প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -এমপি হাবিব

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২০ ১৪:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৫ বার।

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারি বিভিন্ন উদ্যোগের কল্যানে তথ্য-প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের প্রতিটি গ্রামের মানুষকে তথ্য-প্রযুক্তির সেবার আওতায় আনা হচ্ছে। একারনে দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হচ্ছে। তথ্য-প্রযুক্তি খাতে অগনিত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর ১১টায় বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন ডিজিটাল পোষ্ট-ই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কালেরপাড়া পোষ্ট অফিসের ইডিএ সরকার মোঃ গোলাম রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ফটিক, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল আমিন তরফদার, সদস্য হায়দার আলী, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার মাষ্টার, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মিঠু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কালেরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান, কালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মান্নাউল আলম, ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, কালেরপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিনহাজ্ব উদ্দিন শুকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এইচএম আসিফ সরকার ও কালেরপাড়া ডিজিটাল পোস্ট-ই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোক্তা সিহাব উদ্দিন রাখি প্রমুখ