ডিবির পৃথক অভিযান

বগুড়ায় শুটারগান ও ইয়াবাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২০ ১১:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮২ বার।

বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে একটি দেশীয় ওয়ান শুটারগান ও ইয়াবাসহ ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো- পুরান বগুড়ার মধ্য পাড়ার আবদুল মালেকের ছেলে আরিফ হোসেন (২০), চক লোকমান কলোনীর নজরুল ইসলামের ছেলে ওমর ফারুক (২৯) এবং মালগ্রাম মধ্যপাড়ার মৃত মাহমুদ আলীর ছেলে মনিরুজ্জামান ওরফে মনজুর রহমান (৪৫)। ডিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শনিবার দুপুরে ডিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত পৌণে ১২ টায় তাদের একটি টিম সদরের আল আমিন সুপার মার্কেটের সামনে অভিযান চালায়। এসময় একটি ১৫০ সিসি ইয়ামাহা মোটরসাইকেলসহ(ঢাকা-মেট্রো-ল-৪৯৭৫) আরিফ নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি সচল দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

এর আগে রাত ৯ টার দিকে তাদের অপর একটি টিম সদর থানার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ ওমর ফারুক ও মনজুর রহমানকে আটক করে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক ৩ ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।