টেকনাফে ‘ইয়াবা কারবারি’ নারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২০ ০৬:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫১ বার।

কক্সবাজারের টেকনাফে সমুদা বেগম (৪০) নামে এক নারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর দেশ রুপান্তর অনলাইন

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা হোয়াইক্যং ইউনিয়নে খারাংখালী লবণের মাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, নিহত নারী একজন ইয়াবা ব্যবসায়ী। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়াপাড়ার বাসিন্দা মৃত নূর সালামের স্ত্রী।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, পুলিশের একটি টহল দল প্রতিদিনের মতো টহল দিচ্ছিল। এ সময় হঠাৎ দূর থেকে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে পাওয়া যায়। তার কাছ থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

ওই নারীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, পুলিশ রাতে গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত নারীর বিরুদ্ধে টেকনাফ থানায় দুইটি মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।