নওগাঁয় চারদিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮ ১৩:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৪ বার।

নওগাঁয় চারদিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় শহরের একটি হোটেল মিলনায়তনে ওই মেলার আয়োজন করা হয়। কর বিভাগের উদ্যোগে ‘আয়করের উদ্দেশ,সমৃদ্ধ বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে মেলার উদ্বোধন করেন জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট গোলাম শাহনেওয়াজ। রাজশাহী কর অঞ্চলের নওগাঁ -৩, নওগাঁ-৪ ও নওগাঁ-৫ সার্কেল ওই আয়কর মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  কর বিভাগের নওগাঁ সার্কেল-৩ এর সহকারী কমিশনার আলমগীর হোসেন। তিনি জানান, এ বছর নওগাঁ সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন, ব্যবসায়ী ইকবাল শাহরিয়ার রাসেল, দেওয়ান ছেকার আহমেদ শিষান ও নওগাঁ-১ আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার। নারীদের মধ্যে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন মালেকা পারভীন এবং তরুণ করদাতা নির্বাচিত হয়েছেন এমএ ওবায়দা ও কমল চৌধুরী। দীর্ঘ সময় ধরে কর প্রদানকারীর স্বীকৃতি পেয়েছেন সামসুন নাহার। এছাড়াও জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সঞ্চালনায়  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সরদার সালাউদ্দিন মিন্টু এবং নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল।
চারদিন ব্যাপী শুরু হওয়া এই আয়কর মেলায় করদাতাদের সব ধরণের তথ্যসেবা দেওয়া হচ্ছে।  কর বিভাগের উদ্যোগে ইটিআইএন রেজিস্ট্রেশনের ব্যবস্থা ও রিটার্ন দাখিল করার ব্যবস্থা করতে এবং করের টাকা সরাসরি সোনালী ব্যাংকে জমা দেয়ার জন্য মেলাতেই বুথের ব্যবস্থা করা হয়েছে। এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।