পুলিশ সপ্তাহে এবার সারাদেশে প্রথম হলো পুনাক বগুড়া

অরুপ রতন শীল
প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২০ ১৪:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৬ বার।

পুলিশ সপ্তাহের বিভিন্ন ইভেন্টের মধ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা ২০২০। মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানে ২০১৯ এ সার্বিক কার্যক্রম এবং নতুন বস্ত্র তৈরীর উপর বিবেচনা করে সারা বাংলাদেশে পুনাক বগুড়া প্রথম স্থান অর্জন করেছে। বিষয়টি 'পুণ্ড্রকথাকে ' নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।  

এতে এবার ২য় পুনাক সাতক্ষীরা এবং পুনাক খুলনা ৩য় স্থানের পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানে পুনাক বগুড়ার সভানেত্রী রোমানা আশরাফের হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের  মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

পুনাক বগুড়ার সাধারণ সম্পাদক মুঞ্জুরী ইসলাম 'পুণ্ড্রকথাকে ' বলেন, 'গতবছর আমরা সারা বাংলাদেশে ২য় স্থান অর্জন করেছিলাম। এবার জেলা পুলিশ আলী আশরাফ ভূঞা এবং পুনাক সভানেত্রী রোমানা আশরাফের একান্ত চেষ্টায় আমরা সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছি।'

তিনি আরও বলেন, 'আমাদের ২০১৮ সালে ১৩৮ রকমের বস্ত্রশিল্প  ছিল। সবার চেষ্টায় ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ টি। আমাদের এই চেষ্টা আগামীতেও অব্যাহত থাকবো।'  

অন্যান্য কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসা করলে মঞ্জুরী ইসলাম বলেন, 'আমাদের মোট সদস্য এখানে ৪২জন। আমরা বস্ত্র তৈরীর পাশাপাশি সামাজিক কার্যক্রম যেমন- শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, দরিদ্র মেধাবীদের সহায়তা, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোসহ সকল ভাল কাজে অংশগ্রহণের চেষ্টা করে থাকি।'