বগুড়া মুক-বধির বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২০ ১০:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৬৬ বার।

বৃহস্পতিবার সকালে বগুড়া মূক-বধির বিদ্যালয়ের ২২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিনামূল্যে পোশাক বিতরণ করা হয়েছে। এশিয়া রিসোর্স ফাউন্ডেশনের অর্থায়নে বগুড়া মুক-বধির বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস এবং শিক্ষক-কর্মচারীদের পোশাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া’র অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জমান, সময় টিভির স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান, ইনডিপেনডেন্ট টিভি’র ব্যুরো চিফ হাসিবুর রহমান বিলু, নামিজান আফতাবী ফাউন্ডেশন (নাফ) এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আসাদুজ্জামান, সংস্থার সভাপতি, টি,এম লাইজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান। 

সভায় প্রধান অতিথি সনাতন চক্রবর্তী বলেন, প্রতিবন্ধীরা এখন আমাদের সমাজের বোঝা নয়। সমাজের সবাইকে এই সব প্রতিবন্ধীদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তা হলেই এই সব প্রতিবন্ধীরা আমাদের দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে।