বগুড়ায় মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২০ ১৩:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯৪ বার।

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসনের আয়োজনে শহরের সাতমাথায় নির্মিত মুজিবমঞ্চে বিকেল সোয়া ৫ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষণগণনার উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। উদ্বোধন শেষে বিকেল ৫ টা বিশ মিনিটে বেলুন উড়িয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের উদ্বোধন করা হয় । এরপর মঞ্চে এক আলোচনা সভায়  বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মান্নান, জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ,পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা,জেলা পরিষদের চেয়ারম্যান ডঃ মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি টি জামান নিকেতা, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। 

এছাড়াও অনুষ্ঠানে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী,পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সফিজুল ইসলাম,আরিফুর রহমান মন্ডল,মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী,গাজিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমির আয়োজনে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।