৩৩ বছরের ঐতিহ্য

বগুড়ায় ২দিন ব্যাপি আন্ত:জেলা ঘৌড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২০ ১৪:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৬ বার।

বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়নের পোয়ালগাছা গ্রামে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ২ দিন ব্যাপি ৩৩ তম ঘৌড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ সোমবার বিকেলে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকী। ইউপি সদস্য সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘৌড়দৌড় প্রতিযোগিতার পরিচালক আবুল হোসেন বাবলু, যুবলীগ নেতা রেজাউল করিম মহব্বত, আপেল মাহমুদ, জনি প্রামাণিক, কাউসার আহম্মেদ প্রমুখ। উদ্বোধনী দিনে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, জামালপুর, বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে ২২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। অপরদিকে ঘৌড়দৌড় কে ঘিরে পোয়ালগাছা ও আশপাশ গ্রামের বাড়িতে বাড়িতে জমে উঠেছে নাইওরিদের ভির। বসেছে গ্রামীণ মেলা। মেলায় কাঠের আসবাব, লোহার সামগ্রি, শিশুদের খেলনা, মিষ্টান্নসহ বিভিন্ন পন্যের পসরা বসেছে। শিশু বিনোদনে রয়েছে নাগর দোলা।