নতুন সোয়েটারে শীতার্ত ক্ষুদে শিক্ষার্থীদের মুখে হাসির ঝিলিক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২০ ১৪:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৯ বার।

সামান্য কয়েকটি নতুন সোয়েটার। এক ঝাঁক শীতার্ত ক্ষুদে শিক্ষার্থীদের মুখে ফুটিয়েছে হাসির ঝিলিক। সোয়েটার পড়ে দেয়ার সাথে সাথে শিশুদের চোখে মুখে ফুটে উঠে আনন্দ-উচ্ছ্বাস। সাত সকালে প্রচন্ড শীতে কষ্ট করে তাদের আর স্কুলে যেতে হবে না। পোহাতে হবেনা শীতের দুর্ভোগ। 
নিজ দেশের দরিদ্র পরিবারের ছোট্ট সোনামনিদের জন্য এই সুন্দর আয়োজনটি করেছেন হাজার মাইল দুরের বন্ধু জার্মান প্রবাসী সৈয়দ শাকিল। তার প্রতিষ্ঠিত সৈয়দ শাকিল ট্রাষ্ট ঢাকা’র অর্থায়নে সোমবার বগুড়ার শাজাহানপুরের বেজোড়া দক্ষিণ পাড়াস্থ ছামচুন-জয়গুন মাদ্রাসার এক ঝাঁক হতদরিদ্র ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে নতুন সোয়েটার বিতরণ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা দৈনিক করতোয়া’র শাজাহানপুর প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল মান্নান, সদস্য রমজান আলী রঞ্জু, উপদেষ্টা আব্দুল মতিন মেম্বার, শিক্ষিকা লাভলী আক্তার প্রমুখ।