নবান্ন উপলক্ষ্যে বগুড়ায় আমরা ক’জনের বিশেষ নৃত্যানুষ্ঠান

অসীম কুমার কৌশিক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৮ ১৪:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯০ বার।

নবান্ন উপলক্ষ্যে বগুড়ায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে ‘ধান কাটব্যার যামু চল’ নামে বিশেষ এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে শহরের মালতিনগরে পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই নৃত্যানুষ্ঠানে নবান্ন কথনেরও আয়োজন ছিল। পরে আমন্ত্রিত অতিথি এবং শিল্পীদের নতুন ধানের মুড়ি ও চিড়ার মোয়া, মুড়কি, খৈ ও পিঠা খাওয়ানো হয়।
অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক সংগঠন আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সামাদ পলাশের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নৃত্যানুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারী।  
মাহাবুব হাসান সোহাগ-এর পরিচালনায় ‘ধান কাটবার যামু চল’ নবান্ন উৎসবরে ওই নৃত্যে অংশগ্রহণ করে অনুশা রায়, নুহা, খেয়া, অন্তি, মুমু, মেঘা, নাবিলা, সিজা, স্বচ্ছ, দিয়া, পূর্ণতা, নদী, সিজা, প্রীতি, নেহা, অনন্যা বসাক, গোধূলী, দিপা, অনন্যা, দ্যুতি, অলংকার, রিপন, রায়হান, সুরুজ, দোয়েল, খোকন এবং সাকিল।
পরে আব্দুল মোবিন জিন্নাহ্র সভাপতিত্বে নবান্ন কথনে গ্রাম বাংলার ঐতহ্যি তুলে ধরনে বক্তৃতা করেন সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক লতা পারভীন, দৈনিক ইত্তেফাক পত্রিকার বগুড়া ব্যুরো প্রধান আমিনুল ইসলাম হিরু, আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর অভিভাবক ফরিদপুর হাইওয়ে পুলিশের এসপি পত্নী উম্মে হাসনাত শাহনাজ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া’র সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু ।