৫০ বছর পূর্তি উপলক্ষে

আদমদীঘির ছাতনি-ঢেকড়া উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২০ ১১:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৮ বার।

'বন্ধু মিলবে বন্ধুর সাথে, মিলন মেলায় পরিণত হবে উৎসবে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতনি-ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুইদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে মনমুগ্ধকর পরিবেশে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু।

সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ও সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলুর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় উৎসবে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ কছিম উদ্দীন আহম্মেদ, অবসরপাপ্ত অধ্যক্ষ মোসলেম উদ্দীন, বগুড়া জেলা পরিষদ সদস্য জাহেদুল বারি, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান সালমা বেগম চাঁপা, সাবেক পৌর মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান, চেয়ারম্যান মিনি মার্কেন ডাইস ইন্টারন্যাশনাল শামিমুল ইসলাম শামীম এবং প্রধান শিক্ষক আব্দুল মজিদ।

বিকেলে আলোচনা সভা ও স্মৃতিচারণ শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুবর্ণ জয়ন্তী উৎসব বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলণ মেলায় পরিণত হয়।