ট্রাম্পের অভিবাসী নীতির প্রতিবাদ মাইক্রোসফট-টুইটারের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২০ ০৯:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭০ বার।

নিম্ন আয়ের মানুষদের আমেরিকার গ্রিন কার্ড এবং ভিসা না দিতে ট্রাম্প প্রশাসন যে আইন করার চেষ্টায় আছে তার বিরুদ্ধে সরব হয়েছে মাইক্রোসফট, টুইটারসহ শতাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ট্রাম্পের এই ‘পাবলিক চার্জ’ নীতি প্রত্যাখ্যান করতে আমেরিকার একটি ফেডারেল কোর্টকে আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

তারা বলছে, এই নীতি অভিবাসীদের আমেরিকায় আসতে এবং থাকতে অপ্রয়োজনীয় বাধার মুখে ফেলবে।

ট্রাম্পের নতুন বিধি অনুযায়ী, কোন অভিবাসীকে পাবলিক চার্জের আওতায় বলা হবে-যদি কোন ইমিগ্রান্ট ৩৬ মাস সময়ের মধ্যে ১২ মাস বা তার বেশি সময়ের জন্য সরকারি এক বা একাধিক সুবিধা গ্রহণ করে থাকে।

নতুন বিধি কার্যকর হলে এসব সুবিধা গ্রহণকারীদের গ্রিনকার্ড দেওয়া হবে না। ট্রাম্প প্রশাসনের যুক্তি, এই বিধি কার্যকর হলে আমেরিকার নাগরিকদের করের অর্থের সাশ্রয় হবে। আমেরিকায় যারা ইমিগ্রান্ট হতে চায়, তাদের নিজেরা সচ্ছল ও কারও ওপর নির্ভরশীল নয়-তা নিশ্চিত করা যাবে।

ডেমোক্রেটিক পার্টি ও নাগরিক অধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে। তারা বলেছে, পাবলিক চার্জ বিধি কার্যকর করা মানে একটি বিদ্বেষী নীতির বাস্তবায়ন। সম্পদশালীদের জন্য আমেরিকার ইমিগ্রেশন সহজ করার এই নীতি চরমভাবে বৈষম্যের বলে তারা তাদের বিবৃতিতে উল্লেখ করে আশা প্রকাশ করেছে, সুপ্রিম কোর্ট পাবলিক চার্জ বাস্তবায়নের উদ্যোগটির ওপর নিষেধাজ্ঞা বলবৎ রাখবে। এ নিয়ে লিগ্যাল এইড, মেক দ্য রোড নিউইয়র্কসহ নাগরিক সংগঠনগুলোও বিবৃতি দিয়েছে।