প্রথম আলোর সম্পাদককে গ্রেপ্তার না করার নির্দেশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২০ ১০:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৪ বার।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ছয়জনকে কোনো রকম হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ জানুয়ারি) তাদের করা জামিন আবেদনের শুনানি হবে।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনার মামলায় রবিবার (১৯ জানুয়ারি) এ আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত সূত্র জানায়, এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ১০ জনের মধ্যে ছয়জনের জামিন শুনানি হবে সোমবার। এ সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার ও হয়রানি না করতে আদালত নির্দেশ দিয়েছেন। বিচারপতি একেএম জহিরুল হক ও বিচারপতি ওবায়দুল হাসান এ মামলায় হাইকোর্ট বেঞ্চে ছিলেন।

ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন।

এর আগে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হক, কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহ পরাণ তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম।

গত বছরের ১ নভেম্বর প্রথম আলোর কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নাঈমুল আবরার। সে নবম শ্রেণির (দিবা) ‘গ’ শাখার ছাত্র ছিল। ঘটনার পর দিন আবরারের বাবা মজিবুর রহমান মোহাম্মদপুর থানায় মামলা করেন। ৬ নভেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর আদালতে অবহেলাজনিত কারণ উল্লেখ করে আরেকটি মামলা করেন তিনি। আদালত অপমৃত্যুর মামলার সঙ্গে এ মামলার তদন্তের নির্দেশ দিয়ে মোহাম্মদপুর থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।