ধুনটে নির্যাতন মামলায় নারীসহ গ্রেফতার ৩

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৮ ১২:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৮ বার।

বগুড়ার ধুনট উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী হিসেবে এক নারীসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার নছরতপুর গ্রামের মৃত নাছের সরকারের ছেলে আজাহার আলী (৫৫), আজাহার আলীর স্ত্রী রাবেয়া বেগম (৪৫) ও রসুল মেম্বারের ছেলে আব্দুস সাত্তার (২৫)। শুক্রবার রাতে নিজবাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, উপজেলার নছপুর গ্রামের আজাহার আলীর ছেলে রাশেদ শেখের সাথে সাবিনা খাতুন নামের এক নারীর বিবাহ হয়। বিয়ের পর থেকে সাবিনা খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এ নির্যাতনের ঘটনায় সাবিনা খাতুন বাদি হয়ে গত ১৬ নভেম্বর শুক্রবার ধুনট থানায় একটি মামলা দায়ের করে। ধুনট থানার এএসআই শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ ওই মামলার আসামী আজাহার আলী, রাবেয়া বেগম ও আব্দুস সাত্তারকে গ্রেফতার করে। এ সময় মামলার প্রধান আসামী সাবিনা খাতুনের স্বামী রাশেদ শেখ বাড়ী থেকে কৌশলে পালিয়ে যায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়।