সঃ আঃ হক কলেজে পেঁচা অবমুক্ত করলো 'তীর'

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ জানুয়ারী ২০২০ ১৩:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৮৩ বার।

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে একটি পেঁচা পাখীকে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর ওই প্রতিষ্ঠানের পরিবেশবাদী সংগঠন তীরে'র সহায়তায় ক্যাম্পাসেই পাখীটিকে অবমুক্ত করা হয়।   

জানা যায়, সোমবার সকালে পরিবেশবাদী সংগঠন তীর'র সাবেক সভাপতি মিজানুর রহমানের কাছে খবর আসে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে সাদা ধবধবে, মুখের আকৃতি ভালোবাসার চিহ্নের মতো এমন একটি পাখিকে একদল কাক তাড়া করেছে। বুঝতে বাকী রইলো না এটি গ্রাম বাংলার লক্ষী পেঁচা যার ইংরেজি নাম বার্ন আউল। প্রথমে স্থানীয় লোকজন পাখিটিকে কাক এর হাত থেকে বাঁচিয়ে উদ্ধার করে খাঁচায় রাখে।

পরে তাদের ফোনে অনুরোধ করা হয় পাখিটিকে মুরগীর মাংস খাওয়ানোর জন্য আর রাত নামলে যেন নিরাপদে ছেড়ে দেওয়া হয়। দিনের বেলা এই পাখি চোখে তেমন দেখতে পায় না রাতের বেলায় শিকার ধরে বলে এদের নিশাচর পাখি বলা হয়। ওই রাতেই কিচকে পাখিটি অবমুক্ত করা হলে পরদিন সকালে আবার সেই কাক এর তাড়া খেয়ে লুকানোর চেষ্টা করে।

এরপর মঙ্গলবার সকালে কাকের হাত থেকে উদ্ধার করে ফোন দেওয়া হলে তীর'র সদস্য রসায়ন বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান পাখিটিকে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে নিয়ে আসে। সারা বিকাল পাখিটিকে খাবার দিয়ে পর্যবেক্ষন করা হয়। সন্ধ্যা নামার সাথে সাথেই পাখিটি এক্টিভ হয়ে যায়ন এবং খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করে। লক্ষী পেঁচাটি সুস্থ মনে হলে রাতে কলেজ ক্যাম্পাসে নিয়ে এসে খাঁচার দরজা খোলার সাথেই নিঃশব্দে পাখিটি উড়ে গিয়ে একটি গাছের ডালে বসে।

এসময় উপস্থিত ছিলেন তীর'র সাবেক সভাপতি মিজানুর রহমান, সদস্য কামরুজ্জামান এবং রোহানসহ কলেজের কয়েকজন শিক্ষার্থী।